Tuesday, May 7, 2019

মীনা গুহ

 


আমি তো জন্মান্ধ নই



আমি তো জন্মান্ধ নই- তবে কেন অবহেলা,
তারপরও বেঁচে থাকা শিল্পসত্তা নিয়ে
এই আমি
সেই আমি একা পথ হাঁটা
চারদিকে প্রশ্নবিদ্ধ তীর
আমার মতন আরো হাজার নুসরাত
হাঁটে কণ্টকিত পথে!
প্রচলিত মিথ্যে শব্দ মুছে ফেলে আয়ু
ধুয়ে দেয় স্মৃতিচিহ্ন পথ!

আগুন ভষ্ম করে বস্তুবিশ্ব, বিনাশ করে না
সেই ছাইভস্ম থেকে 
আগুনের শক্তি নিয়ে সত্য উঠে আসে একদিন
বাতাসের কানে কানে বলে- মরি নাই
বস্তুর অস্তিত্বে বেঁচে আছি!

আপোসহীন এই আমি ক্রমাগত জলে ডুবে
ভেসে উঠি নবশক্তি নিয়ে
সত্যকে বাঁচাবো বলে প্রতিরোধে গর্জে উঠি
গর্জে ওঠে এ আমার প্রতিবাদী মন!

No comments:

Post a Comment

সূচীপত্র

সম্পাদকীয় দেহ্‌লিজের চতুর্থ সংখ্যা প্রকাশ হলো অনুবাদ Agni Roy ...