Sunday, May 19, 2019

রাধে ঘোষ


 

তুঁতে-রঙা কবিতা

রাধে ঘোষ


তুঁতে-রঙা কবিতা-১




কোথাও একটা ভালো বলবার ছাদ
              নোনা নারকোলের পাশে

বালখিল্য সুপুরিবন থেকে নদী
                                      শতধা
                                অজ্ঞেয়বাদ
নেমে আসছে কোয়ান্টাম শ্যাওলাদামে
পাতার অন্দরে নিবু নিবু নিউসপেপার
                        অথবা
         বন্ধ রাতের শ্রী যুক্ত ঘরে
         হেঁটে বেড়ায় রাতের একানড়ে
         সহসা এক ন'ঘরা ঘুরে ফিরে

মৌসুমিদিনগুলি নতুন জলের ফিলোসফি ধরে
স্টাফরুমে জিওল ওঠে,মঞ্চে মাইক্রোফোন ভেস্তে
বক্তব্যের দেহাতে পুরাতনী ওঁয়াউ
পার্টির নাথবৎ গঠনতন্ত্রে কিছু অপ্রতিভ ফুল
সাইট,কিছু কোমল আই.এ.এস্
কোথাও একটা ভালো বলবার ছাদ
                              আর নারকোল.....


তুঁতে-রঙা কবিতা-২


কোথাও একটা ভালো বলবার ছাদ
               বালক নারকোলের পাশে

জিমেল শীতহাওয়া ঝাপান বয়ঃপ্রাপ্তি
নিয়ে হেঁটে আসছে,আরূঢ় সাকির নিষ্ঠ
মর্ম-র মর্ -মর্ মড়-মড় নর্মলেখ
তানে পুরো বিভঙ্গ, আলকোলে
ফলিত আলুর গাঢ় আয়ু,তালুতে
পেষায় পেস্তা,প্রানে কোঁদা তারবাদ্যের গাঁথনা
মিনারবিজলী লাফিয়ে নামে
রাকা নামের ব্যাঙ -


তুঁতে-রঙা কবিতা-৩


কোথাও একটা ভালো বলবার ছাদ
            বালক নারকোলের পাশে
ধরো পতনের পক্ষ শেষ,পন নেই,ছিলাটান
দেহ থেকে পরিবেশে বেরিয়ে পড়েছে তির
শিউলিবনে গদ্যমর্ম,গঁদবৃক্ষের ছায়ায়
ক্ষনকাল তিষ্ঠ ভাইরাল ত্বরন -

অথবা মঞ্চের কৌমার্য মেয়ের
সেরিবেলামে মাস্তুল দিচ্ছে,অন্তরীন হোমস
পরিচালক
মুকুরে এই হুড়োহুড়ির ভেতর সেটচেঞ্জ
খড়কুটো জ্বলার সিরামলাইট
প্রতিটি বিম্ব ছিপকে আছে -

                                                

 তুঁতে-রঙা কবিতা-৪




কোথাও একটা ভালো বলবার ছাদ
 আর       শীতত্বকের
সীমান্তে স্তব্ধডানা চিল
ব্যোম ভাসছে
নদী দেখলে মনে হয় শরীরে নবনীতা নেই
এম আর এফের কর্ষনে চৌচির হল না পাদদেশ
গুগলিতে ঘুরে আসতে না হলে
যৌননদী বয়ে যায় সম্পর্ক টার্মিনাস
চড়ায় ভাত চড়ে,মাংস,রোদ-কুয়াসা,হিমাংকনদী
নদীর গল্গিতে থিকথিকে,আদিম বন্য কারন
গুড়োপ্রথম
চোখের সাম্নে সড়কপ্রমান জাতীয় ইরাবতী
ভূমধ্য তানে বিচ্ছুরিত অ্যালোভেরা
শালের গভীর প্লেট আরেক মাঞ্জার গভীরে
সেঁধিয়ে পড়ার নিখিল ডেসিবেল
হায় গলনে গোল হয়ে আসছে মৌ
খুললো তাত সৌর,সান,স্ক্রীনে রুপোলি নরনারী
তাদের না-গোল কম্পনে রেখবিদ্যুত
স্তু-উ-প ও স্তনের পার্থক্যজনিত রোদ

No comments:

Post a Comment

সূচীপত্র

সম্পাদকীয় দেহ্‌লিজের চতুর্থ সংখ্যা প্রকাশ হলো অনুবাদ Agni Roy ...