যে লেখা লিখিনি আজো
যশোধরা রায়চৌধুরী
যে লেখা লিখিনি আজো সেই লেখা কণ্ঠ চেপে ধরে
কলমের মাথা থেকে রক্তবৎ শব্দ ঝরে পড়ে
ঘুরতে থাকি চক্রাকারে জীবনের বাটি আকৃতির
গোল গহবরের মধ্যে , সারাজন্ম যে যে প্রকৃতির
ছিদ্র গুনি, সেই ছিদ্রে মাথা দিয়ে পড়েছি ধপাস
মাথায় লেগেছে ভাণ্ড, কষ বেয়ে পড়ে সর্বনাশ
যেন বিড়ালের মাথা আটকেছে মাটির ভাঁড়েতে
উন্মাদ নৃত্য করি, পা দাপাই , পারিনা এড়াতে...
এই তাণ্ডবেরই কথা লিখি লিখি করেও লিখিনি
আজো আমি কী ভাবে যে লিখতে হয় একটুও শিখিনি...
No comments:
Post a Comment