Monday, May 13, 2019

সমীর মজুমদার


মৃত বন্ধুদের জন্য



সমীর মজুমদার




এখনও প্রবল বৃষ্টিতে   মনে

পড়ে

        তোমার সকল ভান

ও ভনিতা।

ঝড় উঠেছিল

         খুব, আমি উড়ে

     পড়ছিলাম

তোমার বাগানে

        তুমি খসে

পড়ছিলে

আমার বাগিচায়।তারপর

    প্রবল বর্ষা    শুরু

           হল

আর দুজনেই

গলে গেলাম একে

অপরের

বাগানে। ব্যস,এটুকুই হাবুডুবু কথা

     এখনও বৃষ্টির দিনে

রূপকথা হতে

      চায় এই গপ্পো

আর

আমি তাকে আকাশ দেখাই।

No comments:

Post a Comment

সূচীপত্র

সম্পাদকীয় দেহ্‌লিজের চতুর্থ সংখ্যা প্রকাশ হলো অনুবাদ Agni Roy ...