অনিন্দিতা ভৌমিক
নিষাদ
যেন কার পতন ছিল মৃদু হাহাকারে
যেন ছিল এক দিগন্তসম প্রাচীন বাতাস
তবুও তো, দৃশ্য বলতে আমি কেবল শব্দের ভার বুঝেছি। পানাপুকুরে উঠে আসা সামান্য বুদবুদ। ঘ্রাণ, স্বাদ, শ্রবণ ও বাতিল রাস্তার ধারে কখনো তুলে নিতে চাইনি প্রিয় নিসর্গ শোভা বা ভ্রূকুটির সারল্য।
অথচ হে নির্বেদ, এই নশ্বরতা তো চিরকাল থেমে আছে ধূসর পোস্টারে। এই অতৃপ্তি কেঁপে ওঠে চূড়ায়, যন্ত্রণায়, শ্রান্তির নির্জনে। আমাকে বরং অস্থায়ী সখ্যতায় দাও চাপচাপ কালো ধোঁয়া। একরত্তি অসুখে দাও অনন্ত অপচয়। যেভাবে প্রতিটি শরীরে ঘোরতর নিষাদ। আর সমস্ত প্রার্থনা, চোখের মতো ঘোলাটে।
No comments:
Post a Comment