Wednesday, May 15, 2019

অনিন্দিতা ভৌমিক


অনিন্দিতা ভৌমিক


নিষাদ


যেন কার পতন ছিল মৃদু হাহাকারে
যেন ছিল এক দিগন্তসম প্রাচীন বাতাস

তবুও তো, দৃশ্য বলতে আমি কেবল শব্দের ভার বুঝেছি। পানাপুকুরে উঠে আসা সামান্য বুদবুদ। ঘ্রাণ, স্বাদ, শ্রবণ ও বাতিল রাস্তার ধারে কখনো তুলে নিতে চাইনি প্রিয় নিসর্গ শোভা বা ভ্রূকুটির সারল্য।
অথচ হে নির্বেদ, এই নশ্বরতা তো চিরকাল থেমে আছে ধূসর পোস্টারে। এই অতৃপ্তি কেঁপে ওঠে চূড়ায়, যন্ত্রণায়, শ্রান্তির নির্জনে। আমাকে বরং অস্থায়ী সখ্যতায় দাও চাপচাপ কালো ধোঁয়া। একরত্তি অসুখে দাও অনন্ত অপচয়। যেভাবে প্রতিটি শরীরে ঘোরতর নিষাদ। আর সমস্ত প্রার্থনা, চোখের মতো ঘোলাটে।                 

No comments:

Post a Comment

সূচীপত্র

সম্পাদকীয় দেহ্‌লিজের চতুর্থ সংখ্যা প্রকাশ হলো অনুবাদ Agni Roy ...