Sunday, May 19, 2019

তৃণা চক্রবর্তী

 

জন্মান্ধ

তৃণা চক্রবর্তী


কোনও কিছু বদলে যাওয়ার নয়
হাওয়া বলছে সে কথা
যারা তোমার সঙ্গে কথা বলছে
এগিয়ে দিচ্ছে কমলা রঙের বন্ধুত্ব
উজ্জ্বল রুমালে রাখা নক্ষত্র
তুমিও তখনকার মতো বাড়িয়ে দিচ্ছ হাত
কথা রাখার দিকে...
ভেতরে বন্ধ দরজার রং
সমুদ্রের ধার, হেঁটে যাচ্ছ দূরে কোথাও
আগলে রাখা মন্ত্র ফেলে দিয়েছ হাওয়ায়
মাস্তুল ভাঙা কাঠের টুকরো ভেসে যাচ্ছে জলে
ছায়া এসে হাত রাখছে কাঁধে
আর তুমি এক জন্মান্ধ
ক্রমাগত যুদ্ধ করছ তারই সঙ্গে

1 comment:

সূচীপত্র

সম্পাদকীয় দেহ্‌লিজের চতুর্থ সংখ্যা প্রকাশ হলো অনুবাদ Agni Roy ...