বাজি
মিতুল দত্ত
পাতা ছেঁড়ো, খেয়ে ফেলো অমিত্র অক্ষর
স্থানাংক ভুলেছ যদি, তবে গান এখানে থামাও
পারিপাট্যহীন জলে যে আহ্লাদী দেখে তার মুখ
তার অবলুপ্ত জিভে চেপে ধরো অযৌন সন্ত্রাস
কালো কুলুঙ্গির দিকে ফেরানো নিকষ মুখ, যে মুখ তোমার
ক্ষমাতীর্থে কাঁপে চাঁদ, একাদশী, আরব্ধ আচার
গল্প না শোনার ছলে, গল্প থেকে দূরে বসে কারা
আর্তনাদ বাজি রাখে, যেন তুমি মায়াবী ক্যাসিনো
রুপোর চাকতির মতো, গিলে নিচ্ছ লিবিডো আমার
No comments:
Post a Comment