আত্মহত্যা করতে গিয়ে জেগে উঠলো প্রবল যোণলিপ্সা
আত্মহত্যা করা হলো না --হাওয়ার সাথে পাল্লা দিয়ে
হাওয়া হয়ে যেতে চেয়েছিলাম ---------
গভীর দুঃখ কষ্টে আটকে রইলাম আশ্চর্য টার্মিনালে
ধর্মের কথা নয় , সঙ্গমের শেষে যে বীজমন্ত্র উচ্চারণ করি
তা নিয়ে মিথিক চর্চা চলে
বুক পকেটে কামুকাত্মা উঁকি মারে , নারীদের নাভিতলে তুমুল
বিশৃঙ্খলা , তরল বীর্য তালুতে শুকায় ----------
নষ্ট আত্মার নামে বুর্জোয়াদের যৌনপ্রতীক চিতামানুষ
ভুল --মানুষকে ভুলে যাবো বলেই ভিখিরি হয়েছিলাম
তুমি ভয় পেয়ে গেলে ----আমাকে পালাতে ভুল রাস্তা দেখিয়ে দিলে
সাদা শূন্য বিছানায় অঢেল হিংসা , ক্রোধ , তারুণ্যের আবেগ
খর রোদে লুট হয়ে যায় ভুরু , ঠোঁট , বুক --------
জীবনের বিস্ময়কর ঘটনা
উৎপটাং দিল্লি শহর------ নারী , শান কাঁচের ঘরে পদ্মাসনে বসে থাকো
আমাকে লাথাও , থুতু ছিটিয়ে ভাষা বিনিময় করো !
No comments:
Post a Comment