Sunday, May 19, 2019

কৃষ্ণামিশ্র ভট্টাচার্য

 কৃষ্ণামিশ্র ভট্টাচার্য

আরবান সাগা

 

গাছেরা বীজ প্রসব করলে হাওয়া কোল পেতে দেয়;
শা বুলবুল আমুয়া ডালে হ‍্যাপি বার্থ ডে বলতেই
রেল গাড়ির গমগমে চাকা মাড়িয়ে দেয় ধানজমি,পুতুলের খেলাঘর
বৃষ্টি দের শহর
মেঘের স্তন ছিঁড়ে নেয় প্রপেলারের রাগী নখ
ইষ্টিকুটুম পাখি জ্যৈষ্ঠের রোদে ষ্টেশন ভাঙে
দুধ পাতিল,পয়লা পুল,গামারি--
শনবিলের বুক চাপা জলে ডাহুকের
ঘুম ভেঙে যায় মাঝরাতে
বারুদ ঠাসা নল ভেঙে দেয়
জল বায়ু মাটির পাঠশালা গুলি
হাঁস মুরগি র রোদেলা বাগানের ঝাঁপ ঠেলে কুসুম বৌ পরজে আওয়াজ তোলে
চাঁদ কপালি ছাওয়াল অইছে গো
ও ঠাউরাইন--
কে যেন ডাকাত মারার মাঠের দিকে যায়
কে যেন ভুবন ডাঙার মাঠের দিকে যায়
কে যেন বাল্মীকি র তমসার দিকে যায়
লা লা লা ডি লা গ্র্যান্ডি--
গিজতা গিজাং
চড়কের মাঠে বনবন উন্মাদ জনতা
পানশালার ক্লসেটে আটকে আছে দ্রৌপদীর ম্যাজিক শাড়ি
সীতা গেছে বনবাসে
দুঃশাসন সিংহাসনে
স্বপ্ন গুলো কংক্রিট মিনারে আকাশ ভাবে
চো কিৎ কিৎ খেলায় ভীমের তেল চুকচুক শরীর বারবার পিছলে যায়
মেধা আটকে আছে সিমেন্ট এর পোলে
কালো থিকথিকে বমির সাথে উঠে আসছে ড‍্যামেজড্ লিভার ছেচা আ্যলকোহলিক রক্ত--
আইবল বেরিয়ে আসছে সকেট থেকে
মায়ের খোকা কখন কোথায়
হারিয়ে গেছে
মানুষ হারিয়ে গেছে
লবণাক্ত সমুদ্রের
পাতাল ঘরে
নেই মানুষে
নেই ভুবনে
নেই সময়ে।

গাঢ় ঘুম রাতে যমুনার জল ঠোঁটে ঠোঁট রাখে চাঁদ
কালো শাড়ির ভাঁজে জমেছে বিষ
গণধর্ষণে স্বপ্নের গুড়ো গুলো মুছে গেছে
শেষ রাতে র শেষ ট্রেনের জানালা থেকে ছুড়ে ফেলছে ডাবের খোলা
হুইস্কি বোতল
প্লাস্টিকের ঘেমো গন্ধ
কাবাবের হাড়
পচা গলা নাবালিকা শরীর
যে শরীর এখনো
শরীর হয়নি
কাঠবিড়ালি র চুলের গোছায়
লেগে আছে যোনি ভাঙা রক্ত
জলের বোতল স্কুলের ব‍্যাগ টিফিনের চিকেন ললিপপ
হাতের চেটোয় বালিকা সময়
শিশু গাছ, শিরিষ পাতার ঝরা
আবর্তে সারাটা দুপুর
বাজির ঘোড়ার মতো ছুটছে
আইটেম গার্ল
রেপিষ্ট ইন্দ্রপ্রস্থের মর্মর আসনে
যাঞ্জসেনীর করতলে সজারু র ঘুঙুর
খান্ডববন পুড়িয়ে নগর ইন্দ্রপ্রস্থের ভিত্তিপ্রস্তরে
লেখা থাকে না নিহত বৃক্ষ হরিণ খরগোশের বংশ তালিকা
রেল ইয়ার্ড গালে হাত দিয়ে ভাবছে
কোনদিকে যাব
কে সিগারেটে আগুন দিয়ে জ্বলছে চিতায়
জ্বলছে কবি র লাশ
নিগম বোধ তুলসী নিকেতন এর
গুমসুম শ্মশানে
হাওয়ায় লাট খাচ্ছে কবিতার
ম‍্যানাস্ক্রীপ্ট।
রোজ গার্ডেন এ রাষ্ট্রপতি ভবনের রঙিন ফোয়ারায়
সন্ধ্যাতারা তানপুরায় পূরবীর তানধরে
নেহেরু প্লেসের মেট্রো ষ্টেশনে, ফুডকোর্টৈ
তীব্র বলিউডি র‍্যাপ আর সেক্সের
ককটেল
কারা যেন নক্ করছে সাব ওয়ের বন্ধ দরজায়
স্ট্রিট পারলারে গাছেদের শরীরে
ঝাঁ চকচকে আলোর গয়না
গাছের চোখের জল নদী হয়ে
যায়
হাই রাইস বাড়ি হবে তাই
গাছেরা শহীদ
নদী হয়ে যাচ্ছে রাস্তা
রোবট এপার্টমেন্ট।ডিজিটাল পশ এনক্লেভ।
কঙ্কাল সভ্যতার বিউগল
অন্ধ নগরীতে অন্ধ ভিখারি
টিনের থালা পাতে
সেনসিটিভ বুলশিট।
এক হাজার জাহাজ বোঝাই বুলশিট
উড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে
পারলিয়ামেন্ট এর
সদর রাস্তায় বাজারে
আই আ্যম ডায়িং এট মস্ক
আই আ্যম ডায়িং এট সাইনাগগ
আই আ্যম ডায়িং এট টেম্পেলস্
আই আ্যম ডায়িং এট চার্চ----
হোয়ার এম আই??
আই আ্যম এভরিহোয়ার
বাট
আই আ্যম নো হোয়ার--

No comments:

Post a Comment

সূচীপত্র

সম্পাদকীয় দেহ্‌লিজের চতুর্থ সংখ্যা প্রকাশ হলো অনুবাদ Agni Roy ...